চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে প্রায় শতভাগ। এ সময়ে কোম্পানিটির কর-পরর্বতী নিট মুনাফায় ২০৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বেক্সিমকো লিমিটেডের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে বেক্সিমকো লিমিটেডের আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬২ কোটি টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ২ হাজার ৮৩৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২ হাজার ৮২৬ কোটি টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ কোটি ৯৮ লাখ টাকায়, যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৭৬ কোটি ৭৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭৭৮ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৩০ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বেক্সিমকো লিমিটেডের আয় হয়েছে ১ হাজার ৯৯১ কোটি ৮৬ লাখ টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ১৭৯ কোটি ৮৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৮১২ কোটি টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৯৫ কোটি টাকা, যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২০৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৮৬ কোটি টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫১ পয়সা, যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ২ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে রেনাটা লিমিটেডের মোট আয় হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৫৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২১০ কোটি টাকা বা ১০ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০৫ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৬৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৩৮ কোটি ৮৩ লাখ টাকা বা ১০ দশমিক ৫৯ শতাংশ। তিন প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৭ টাকা ৮৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা ২০ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬২ টাকা ১১ পয়সা।