Date: February 13, 2020
Source: The Daily Kalerkantho
দেশে প্রথমবারের মতো একটি ডিটিএইচ অ্যাকাউন্টে তিনটি পর্যন্ত টেলিভিশন সেট যুক্ত করার সুবিধা নিয়ে এসেছে আকাশ ডিটিএইচ। এতে অপেক্ষাকৃত কম খরচে টিভি চ্যানেলগুলো দেখতে পাবে গ্রাহকরা। বেক্সিমকো কমিউনিকেশনস জানায়, দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশের মাল্টি টিভি কানেকশন প্যাকেজে দুটি এবং সর্বোচ্চ তিনটি টিভি সংযোগ কেনা যাবে। প্রথম সংযোগের মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা, দ্বিতীয়টির ৩০০ এবং তৃতীয়টির জন্য ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। গত বছরের মে মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সেবা শুরুর পর প্রথমবারের মতো এমন সুযোগ নিয়ে এলো আকাশ। প্যাকেজটির আওতায় হ্রাসকৃত মূল্যে সেট-টপ-বক্স (এসটিবি) কেনা যাবে।