Date: December 30, 2021
Source: The Business Standard
ফাইজারের মুখে খাওয়ার বড়ি প্যাক্সলোভিড-এর জেনেরিক সংস্করণ বাজারে আনবে বেক্সিমকো।
করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার বড়ি প্যাক্সলোভিড-এর জেনেরিক সংস্করণ (ব্র্যান্ড নাম ভিন্ন হলেও মূল পেটেন্টকৃত ওষুধের উপাদান দিয়ে তৈরি) বাজারে আনার ঘোষণা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি বেক্সোভিড নামে এই ওষুধ বাজারজাত করবে।
আজ ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) ১২ বছর বা তার বেশি বয়সি শিশুসহ প্রাপ্তবয়স্কদের হালকা থেকে মাঝারি করোনা রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
এর আগে ২২ ডিসেম্বর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনা চিকিৎসার জন্য প্রথম মুখে খাওয়ার ওষুধ হিসেবে প্যাক্সলোভিডের অনুমোদন দেয়।
নতুন এই ওষুধ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক কোভিড রোগীদের মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ পর্যন্ত কমিয়ে আনে বলে ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে। এছাড়াও করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধেও বড়িটি কার্যকর প্রমাণিত হয়েছে।
বেক্সোভিড সম্পর্কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, মহামারির বিরুদ্ধে চলমান লড়াইয়ে শক্তিশালী অস্ত্র হওয়ার সম্ভাবনা আছে বেক্সোভিডের।