ঢামেকে ৪০০ ফ্যান উপহার দিল বেক্সিমকো

Date: July 12, 2021

Source: Somoy TV News Portal

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪০০ ফ্যান উপহার দিয়েছে বেক্সিমকো। সোমবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালের সভাকক্ষে পরিচালকের হাতে এই উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার।

সভাকক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে বছরে ৩শ’র ফ্যান বিকল হয়ে পড়ার পরে পাল্টাতে হয়। এ জন্য আমি নিজেই ৪০০ ফ্যান দেওয়ার জন্য বেক্সিমকো ফার্মার প্রথম সারির এক কর্মকর্তাকে মেইল করি। মেইল করার এক সপ্তাহ পরপরই তারা আজকে এই ফ্যান দিয়েছে।

তিনি বলেন, ৯০ শতাংশ রেফার্ড করা রোগী আমাদের এই হাসপাতালে আসে। তাদের চাপ সবসময়ই আমাদের হাসপাতালে থাকে। গরমে রোগীরা অস্থিরতার মধ্যে থাকে। নিজেরা ছোট ছোট টেবিল ফ্যান কিনে ব্যবহার করে। সে জন্য আমরা এই ফ্যানগুলো জোগাড় করছি। ৫৬ ইঞ্চির র‌্যাংকসের ৪০০টি ফ্যান বেক্সিমকো আমাদের দিয়েছে।

সভাকক্ষে বেক্সিমকো ফার্মার জেনারেল ম্যানেজার (সেলস) কাজি নুরুল হক বলেন, গত বছরের মার্চে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে হাসপাতালগুলোতে পিপিই দেওয়া শুরু করি। এরপর আরও বিভিন্ন চিকিৎসাসামগ্রী দিয়েছি। তারই ধারাবাহিকতায় হাসপাতালের রোগীদের স্বার্থে ফ্যানগুলো দিতে পেরে আমরাও গর্বিত। ভবিষ্যতেও হাসপাতালগুলোতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।