খেলা ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার নারী ক্রিকেট দলের জন্য বিশেষ স্পন্সর হিসেবে বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইউনিলিভারের সঙ্গে জাতীয় ক্রিকেট দলের স্পন্সরের চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে স্পন্সর পেতে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রক্রিয়া শেষে নতুন স্পন্সর পেতে ফেব্রুয়ারির মাঝামাঝি লেগে যেতে পারে। এজন্য নারী ক্রিকেট দলের জন্য বিশেষ স্পন্সর হিসেবে বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছে বিসিবি। বেক্সিমকোর সঙ্গে এই চুক্তি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ২৪শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।