বেক্সিমকো এলপিজির সঙ্গে যমুনা অয়েলের চুক্তি

Date: September 2, 2021

Source: The Daily Prothom Alo

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড বেক্সিমকো এলপিজি (ইউনিট-১) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য এ চুক্তি করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী যমুনা অয়েল লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনে বেক্সিমকো এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে। যমুনা অয়েল প্রতি লিটার এলপিজি অটোগ্যাস বিক্রি করে ৫০ পয়সা কমিশন নেবে।