বেক্সিমকো ফার্মা পেল আন্তর্জাতিক পুরস্কার

Date: November 15, 2021

Source: Samakal

 

বিশ্বের অন্যতম গৌরবময় পুরস্কার গ্লোবাল জেনেরিকস অ্যান্ড বায়োসিমিলারস অ্যাওয়ার্ড-২০২১ জিতেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। 'কোম্পানি অব দ্য ইয়ার, এশিয়া প্যাসিফিক' ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করেছে কোম্পানিটি। গত ১০ নভেম্বর ইতালির মিলানে অনুষ্ঠিত একটি লাইভ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে গতকাল বেক্সিমকো ফার্মার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোরিয়ার স্যামসাং বায়োইপিস, স্পেনভিত্তিক এক্সেলটিস হেলথকেয়ার অ্যাপাক ও তাইওয়ানের বৃহত্তম ফার্মা লোটাস ফার্মাসিউটিক্যালসের মতো বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্ব্বিতা করে এ পুরস্কার জিতেছে বেক্সিমকো ফার্মা। এর আগে জার্মানির ২০১৯ সালে পুরস্কারটি জিতেছিল কোম্পানিটি। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, 'এ পুরস্কার বিশ্বব্যাপী আরও রোগীদের কাছে আমাদের ওষুধকে সাশ্রয়ী এবং সহজলভ্য করার ক্ষেত্রে অগ্রগতির একটি স্বীকৃতি।'