Date: July 26, 2021
Source: The Daily Samakal
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ব্যাকলোফেন (১০ এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট) যুক্তরাষ্ট্রে খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।
ব্যাকলোফেন মাসল রিলাপেন্ট গ্রুপের একটি ওষুধ যা মেরুদণ্ডের আঘাত ও রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পেশির ব্যথা, সংকোচন এবং জটিল চিকিৎসার জন্য নির্দেশিত। এটি যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদিত বেক্সিমকো ফার্মার নবম ওষুধ, যা শিগগিরই বাজারজাত করা হবে।
রোববার বেক্সিমকোর জনসংযোগ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে ৯টি কোম্পানি ব্যাকলোফেন বাজারজাত করছে এবং ২০২০ সালে এর মোট বাজার ছিল প্রায় ১১০ মিলিয়ন ডলারের।
বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, যুক্তরাষ্ট্রে ব্যাকলোফেনের অনুমোদন পেয়ে আমরা আনন্দিত এবং আমাদের প্রত্যাশা এই বহুল প্রচলিত ওষুধ বাজারজাতকরণের মাধ্যমে আমরা রোগীদের যথাযথ চিকিৎসার পাশাপাশি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবো।