বাংলাদেশে সৌদি আরবের লাক্সারিয়াস ফুড ব্র্যান্ড বাত্বীলের ফ্র্যাঞ্চাইজি নিয়ে এলো বেক্সিমকো ফুডস লিমিটেড। গত শনিবার রাজধানীর গুলশান-২ এ এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় বাত্বীলের প্রথম আউটলেট।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাত্বীল বাংলাদেশের এই শোরুমে পাওয়া যাবে হরেক রকমের মুখরোচক প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, চকলেট ও চিপসের বিভিন্ন রকমের ভেরিয়েশন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার জোন্টা আন্তর্জাতিক ক্লাবের প্রেসিডেন্ট ও সার্ক ওমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সানিয়া হুসাইন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন বেক্সিমকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট ফিন্যান্স) মোস্তফা জামান, বেক্সিমকো এলপিজির সিএফও ইমরান মকবুল, বেক্সিমকো ফুডসের জেনারেল ম্যানেজার হাদি এস এ চৌধুরী প্রমুখ।