লাক্সারিয়াস ফুড বাত্বীলের বাংলাদেশে ফ্রাঞ্চাইজ আনল বেক্সিমকো

Date: July 18, 2021

Source: The Daily Kalerkantho

 

শনিবার রাজধানীর গুলশান ২-এ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো বাত্বীলের প্রথম আউটলেট। সৌদি আরবের এই লাক্সারিয়াস ফুড ব্রান্ডটি বাংলাদেশে ফ্রাঞ্চাইজ হিসেবে নিয়ে এলো বেক্সিমকো ফুডস লিমিটেড, যেখানে ইন্টারন্যাশনাল লাক্সারিয়াস ব্র্যান্ড এলভিএমএইচ-এর অংশীদার রয়েছে।

বাত্বীল বাংলাদেশের এই শোরুমে পাওয়া যাবে হরেক রকমের মুখরোচক প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, চকোলেট ও ডিপসের বিভিন্ন রকমের ভেরিয়েশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানিয়া হুসাইন, প্রেসিডেন্ট জোন্টা আন্তর্জাতিক ক্লাব, ঢাকা এবং সাবেক প্রেসিডেন্ট সার্ক ওমেন্স এসোসিয়েশন (ওয়াইফ অফ সৈয়দ নাভেদ হোসেন, বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর এবং সি.ই.ও),

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেক্সিমকোর টপ অফিসিয়ালস মোস্তফা জামান (এক্সিকিউটিভ ডিরেক্টর, কর্পোরেট ফিনান্স), ইমরান মকবুল (সি.এফ.ও, বেক্সিমকো এলপিজি) এবং হাদি এস,এ চৌধুরী (জেনারেল ম্যানেজার, ইয়েলো রিটেইল এবং বেক্সিমকো ফুডস) ও অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি।