উন্নত গবেষণার ক্ষেত্রে বুয়েটকে সহায়তা করবে বেক্সিমকো - এ এস এফ রহমান

Date: April 16, 2022

Source: News Bangla 24

 

র‌্যাঙ্কিয়ে সামনে থাকার চেয়ে কাজ করে যাওয়ায় বিশ্বাসী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘কাজ করে যান, কাজই আপনাকে রিওয়ার্ড (পুরস্কার) দেবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল বিল্ডিংয়ে শনিবার গবেষণার জন্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা এবং উদ্ভাবন কেন্দ্র (আরআইএসই) অভ্যন্তরীন গবেষণার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

এম এ মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তালিকার র‌্যাঙ্কিংয়ে আপনারা এগিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে বলব, এটার জন্য কাজ করা নয়। কাজের জন্য কাজ করা হলে সেটিই হবে আসল কাজ।

‘এসব র‌্যাঙ্কিংয়ে আমি তেমনটা বিশ্বাসী না। এটা এখন এক ধরনের ফ্যাশন হয়ে গেছে। আপনারা বৈজ্ঞানিক মানুষ, কাজ করে গেলে কাজই আপনাকে রিওয়ার্ড দেবে।’

গবেষণার জন্য প্রধানমন্ত্রীও জোর দিয়েছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আগ্রহ সবচেয়ে বেশি। এজন্য প্রধানমন্ত্রীর দরদ এবং কমিটমেন্ট সবই আছে। আপনারা আরও বেশি করে গবেষণায় মনোনিবেশ করবেন, সেটাই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান বলেন, ‘বিশ্ব তালিকায় বুয়েটের নাম উপরে উঠে এসেছে, এজন্য আমরা গর্ববোধ করি। বুয়েটে অনেক গবেষণা হোক সেটা আমরাও চাই। এজন্য নতুন যে উদ্যোগ নেয়া হয়েছে, আমরা বেক্সিমকো গ্রুপ বুয়েটের সঙ্গে আছি। গবেষণার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতায় আমরা পাশে থাকব।’

বুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেন, ‘বিশ্বমানের গবেষণার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক বরাদ্দ থাকা প্রয়োজন। বুয়েটের গবেষণার জন্য বছরে বরাদ্দ মাত্র ৩ কোটি ৪০ লাখ টাকা। যা গবেষণার জন্য খুবই সামান্য বাজেট।’

ভবিষ্যতে গবেষণার জন্য বাজেট বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা হলে আশা করি বুয়েট আরও অনেক এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ১০ বিষয়ে গবেষণার জন্য ১০ জনকে পুরস্কৃত করা হয়।