বেক্সিমকো ফার্মা পরিবেশবান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত

Date: June 5, 2024

Source: Independent Television

 

বেক্সিমকো ফার্মা পরিবেশবান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ওষুধ উৎপাদনে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উপাদান ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন কারখানার চীফ অপারেশন অফিসার রাব্বুর রেজা। তিনি আজ বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় বেক্সিমকো ফার্মা কারখানায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় রাব্বুর রেজা বলেন, ‘স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। আমরা যে ওষুধ উৎপাদন করি তার প্রতিটি ধাপে পরিবেশকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করা হয়। টেকসই কোম্পানি, টেকসই দেশের সঙ্গে একাত্মতা করে আমরা নেতৃত্ব দিতে চাই। আমরা বিশ্বের অন্যতম কোম্পানি ও বাংলাদেশে প্রথম হিসেবে ওষুধ উৎপাদনে সিএফসি গ্যাস ব্যবহার পরিহার করেছি।’

এর আগে, কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কারখানা প্রাঙ্গণে দুজন অস্ট্রেলিয়ান অতিথি ল নাগুয়ান ও নীল বাডইনসহ কারখানার চীফ অপারেশন অফিসার রাব্বুর রেজা নাকাচুড়া বৃক্ষরোপণ করেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, বেক্সিমকো ফার্মা কারখানায় কেমিক্যাল ডিভিশন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করে। এতে কারখানার কর্মীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে সেরা ১০ জনকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।