সবুজ নিট ফ্যাব্রিক ফ্যাসিলিটি সম্প্রসারণে ৩২.৫ মিলিয়ন ইউরোর চুক্তি চূড়ান্ত করেছে বেক্সিমকো

Date: October 7, 2022

Source: Kalerkantho

 

দেশের অন্যতম বৃহৎ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বেক্সিমকো তাদের ‘টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ মিশনে গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। প্রতিষ্ঠানটি নিট ফ্যাব্রিক ফ্যাসিলিটি সম্প্রসারণে ৩২.৫ মিলিয়ন ইউরোর একটি পরিকল্পনা চুক্তি চূড়ান্ত করেছে।

বেক্সিমকো লিমিটেডের পক্ষে অনিল কুমার মহেশ্বরী, সিওও এবং আইএনজি ব্যাংকের পক্ষে পরিচালক লুকাস স্ট্রচ এবং বি পন্সিওন, এমডি ঋণ চুক্তি স্বাক্ষর করেন। এই প্রকল্পের অধীনে বেক্সিমকো টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং প্লান্টের সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে, যার মাধ্যমে টেকসই কাঁচামাল একত্রীকরণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও সম্পূর্ণ সন্ধানযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশসচেতন উৎপাদন অনুশীলনের প্রচার এবং অত্যাধুনিক প্রযুক্তিগত আমদানির মাধ্যমে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি বাড়ানোর সঙ্গে রপ্তানির জন্য বিশ্বমানের পণ্য উৎপাদনে সহায়তা করবে চুক্তিটি।

বেক্সিমকো আন্তর্জাতিক উপস্থিতিকে এগিয়ে নিয়েছে ও আইএনজি ব্যাংকের অর্থায়নে উন্নত জার্মান এবং অন্যান্য টেক্সটাইল সরঞ্জাম আমদানি বাস্তবায়িত করেছে, যা জার্মানির এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ) বীমার অধীনে হবে। এই চুক্তির অধীনে ৩৮টি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে একক রপ্তানি চুক্তি সম্ভব হবে।

বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর ও সিইও সৈয়দ নাভেদ হোসেন বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ লেনদেন ছিল এবং এটি বেক্সিমকোর ভবিষ্যৎ সম্প্রসারণ ও বৃদ্ধির পরিকল্পনার জন্য বিভিন্ন পথ খুলে দিয়েছে। ’