বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লর্ড করণ বিলিমোরিয়া

Date: October 20, 2022

Source: Manabzamin

 

যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সমস্ত ভার্টিকাল টেক্সটাইল এবং পোশাক ইউনিট পরিদর্শন করেন।

বৃহৎ পরিসরে উৎপাদনে ব্যবহৃত কম্পিউটার, কমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম, বর্জ্য হ্রাস ও পুনর্ব্যবহার এবং পানি ও শক্তির ব্যবহার কমাতে বেক্সিমকোর অত্যাধুনিক প্রযুক্তিতে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া তিনি এক স্থানে ৪০ হাজার কর্মীসহ পুরুষ, মহিলা এবং শিশুদের সকল ধরনের বোনা, ডেনিম এবং নিট পোশাক উৎপাদনে কোম্পানিটির সক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে বেক্সিমকোর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা দলের সঙ্গে সংযুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। বেক্সিমকো বিশ্বব্যাপী কর্মীদের পছন্দের নিয়োগকর্তা হিসেবে সবাইকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

গত ১৮ই অক্টোবর যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য, ইউনিভার্সিটি অফ বার্মিংহামের চ্যান্সেলর, সিবিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় উদ্যোক্তা লর্ড করণ বিলিমোরিয়া সিবিই, ডিএল’কে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যান্ড হেলথ পিপিই পার্ক বেক্সিমকোতে স্বাগত জানান বেক্সিমকোর গ্রুপ ডিরেক্টর এবং সিইও সৈয়দ নাভেদ হোসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।

লর্ড করণ বেক্সিমকোর পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কে উচ্চ মানের নন-ওভেন গাউন, সকল ধরনের সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং বৃহৎ পরিসরে ইটিও জীবাণুমুক্তকরণ সুবিধা তৈরির জন্য পলি প্রোপিলিন চিপস থেকে শুরু করে মেল্ট ব্লোন, লেমিনেটেড কাপড় এবং পলি প্রোপিলিন চিপস তৈরির প্রক্রিয়া পরিদর্শন করেন। কম্প্রিহেন্সিভ এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিং সুবিধাসহ যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত স্বতন্ত্র ইন্টারটেক পিপিই ল্যাবরেটরি।

সবশেষে লর্ড করণ শাইনপুকুর সিরামিক কারখানা দেখে অভিভূত হোন যেখানে রয়্যাল ডাল্টন এবং রয়্যাল অ্যালবার্টসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অন্য গ্রাহকদের জন্য হাড় এবং চিনামাটির তৈজসপত্র তৈরি করা হয়।