সানোফি বাংলাদেশের নতুন নাম সিনোভিয়া ফার্মা - বেক্সিমকো গ্রুপ

Date: April 20, 2022

Source: Prothom Alo

 

বহুজাতিক কোম্পানি সানোফি বাংলাদেশের নাম বদলে গেল এবার। বেক্সিমকো গ্রুপ কোম্পানিটি অধিগ্রহণের পর নতুন নাম দেওয়া হয়েছে সিনোভিয়া ফার্মা পিএলসি। ১ এপ্রিল থেকে নতুন নামে কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

গত বছরের জানুয়ারিতে ওষুধ খাতের বহুজাতিক কোম্পানি সানোফির বাংলাদেশ অংশ কিনে নেয় এ–দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। ৩ কোটি ৫৫ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১১ কোটি টাকায় (সেই সময়ের প্রতি পাউন্ডের বিনিময় মূল্য ১১৫.৮০ টাকা ধরে) সানোফির বেশির ভাগ শেয়ারের মালিকানা কিনে নেয় বেক্সিমকো ফার্মা। ২১ জানুয়ারি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়।

কোম্পানিটির পক্ষ থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অধিগ্রহণ সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে কোম্পানিটি গ্রাহক ও অংশীদারদের জন্য আরও ভালো ও মানসম্মত পরিষেবা নিশ্চিত করতে কাজ করবে। এর মধ্য দিয়ে কোম্পানিটি আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাম পরিবর্তন হলেও সিনোভিয়া ফার্মা আগের মতোই বাংলাদেশে সানোফি পণ্যের উৎপাদন ও বিপণন চালিয়ে যাবে। পাশাপাশি স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে আরও নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে।

সিনোভিয়া নামটি ফরাসি শব্দ সিনারজি (সহযোগিতা) ও লাতিন শব্দ ভিয়া (পথ) থেকে নেওয়া হয়েছে। গত বছরে ফ্রান্সের ফার্মা কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড এ দেশে থাকা তাদের অংশীদারত্ব বিক্রি করে দেয়। এরপর ১ অক্টোবর সানোফির শেয়ার কিনে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।