আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি দলের বেক্সিমকো পরিদর্শন

Date: June 2, 2022

Source: Sharebiz

 

আসিয়ান ঢাকা কমিটির এক প্রতিনিধিদল গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বেক্সিমকো হেলথ পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড পরিদর্শন করেন।

আসিয়ানের প্রতিনিধিদলে ছিলেন এডিসির চেয়ারম্যান হিরু হার্তান্তো সুবোলো, ব্রনাইয়ের হাইকমিশনার হ্যারিস ওথম্যান, মিয়ানমারের রাষ্ট্রদূত আং ক্যা মো, ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল ডেনিইগা, ভিয়েতনামের চেয়ারম্যান ফাম ভিয়েত চিয়েন, মালদ্বীপের হাইকমিশনার শিরু জিমাথসামির ও শ্রীলঙ্কার হাইকমিশনার সুরেশ সেনেভিরাতে।

বেক্সিমকো গ্রপের সিইও সৈয়দ নাভেদ হোসেন প্রতিনিধি দলটিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বাগত জানান। বিজ্ঞপ্তি