ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিলেন বেক্সিমকো ফার্মার কর্মীরা

Date: August 26, 2024

Source: Dainik Amader Shomoy

 

দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বেক্সিমকো ফার্মা।কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১কোটি টাকা প্রধান উপদেষ্টা ও সামরিক বাহিনীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ।

এ ছাড়া কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে নগদ অর্থের পাশাপাশি জরুরি ত্রাণসামগ্রী যেমন শুকনো খাবার, বিশুদ্ধ পানি,ওষুধপত্র বন্যা উপদ্রুত এলাকায় বিতরণ করে আসছে । উদ্ধার কাজে সহায়তা করার পাশাপাশি কোম্পানী থেকে একদল চিকিৎসক তাদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে।

বন্যার্তদের সাহায্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং শিল্প সমিতির উদ্যোগেও আর্থিক সহায়তার পাশাপাশি ওষুধ ও ত্রাণসামগ্রী প্রদানের মাধ্যমে যথাসম্ভব পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে সংকট মোকাবিলায় সদা সচেষ্ট বেক্সিমকো ফার্মা ।