Date: July 4, 2022
Source: Manabzamin
বেক্সিমকো হেলথ পিপিই লিমিটেড জাপানিজ রেডক্রস আইচি মেডিকেল সেন্টার ‘নাগোয়া দাইনি হাসপাতাল’কে অনুদান হিসেবে ১০ হাজার পিস বিএন৯৫ ও এফএফএফপি২ (রেসপিরেটরস) পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট) সামগ্রী প্রদান করেছে। জাপানিজ প্রতিষ্ঠান সুজুকাওয়া অরিফ কোম্পানি লিমিটেড ও কেন২ কোম্পানি লিমিটেডের সহায়তায় এই অনুদান দেয় বেক্সিমকো।
এই উপলক্ষে গতকাল জাপানিজ রেডক্রস আইচি মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেক্সিমকো হেলথ পিপিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব অপারেশন্স ডা. মহিদুস সামাদ খান ও সুজুকাওয়া অরিফ কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও তাকাউকি মাসে জাপানিজ রেডক্রস আইচি মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. কোজি সাতো, করপোরেট স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ইয়াসুউকি ফুজি ও করপোরেট সেক্রেটারি তরু ওয়াতানাবের হাতে এই পিপিই সামগ্রীগুলো তুলে দেন। এই সময় সেখানে কেন২ কোম্পানি লিমিটেডের দুই এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়োমা মিতানি ও ইয়োমেকো মিতানিও উপস্থিত ছিলেন। এই অনুদানের মাধ্যমে বাংলাদেশ থেকে এই প্রথম কোনো মেডিকেল কেয়ার সামগ্রী জাপানি হাসপাতালে প্রবেশ করলো।
বেক্সিমকো হেলথ দক্ষিণ এশিয়ার একমাত্র নিবেদিত পিপিই পার্ক যা আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় নানা ধরনের পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট) পণ্য উৎপাদন করে থাকে। কেন২ কোম্পানি লিমিটেড বাংলাদেশি কে২ বাংলাদেশের মূল কোম্পানি যারা বেক্সিমকো হেলথ পিপিই লিমিটেডের পণ্যের মান ও উৎপাদন নিয়ন্ত্রক অংশীদার হিসেবে কাজ করছে। সুজুকাওয়া অরিফ কোম্পানি লিমিটেড জাপানের একটি লিলেন ও ভোগ্যপণ্য পরিবেশক।
পিপিই হস্তান্তর অনুষ্ঠানের পরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। প্রেজেন্টেশনে বেক্সিমকো এবং সুজুকাওয়া দল হাসপাতালে ব্যবহারের জন্য বেক্সিমকো পিপিই সামগ্রীর ধরন এবং মান নিয়ে নানাদিক তুলে ধরে। আলোচনায় ডা. সাতো এবং ডা. মহিদ স্বাস্থ্যসেবা প্রদানকারী ও ডাক্তারদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সঠিক ধরনের মেডিকেল পিপিই ব্যবহারের ওপর জোর দেন। কেন২ টিম পিপিই উৎপাদনে কীভাবে মান নিয়ন্ত্রণ করা হয় তা তুলে ধরে।
চিকিৎসা পেশাজীবীদের জন্য মানসম্পন্ন পিপিই এর প্রাপ্যতা নিশ্চিত করতে জ্ঞান ভাগাভাগি ও একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন জাপানিজ রেডক্রস আইচি মেডিকেল সেন্টার ও বেক্সিমকো হেলথ প্রতিনিধিরা।