১৩ বছর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দৃষ্টান্ত রেখেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন

Date: July 28, 2024

Source: Independent TV

 

চলমান অস্থিরতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ইনডিপেনডেন্ট টেলিভিশন দৃষ্টান্ত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, নানা প্রতিকূলতার মাঝেও নিরপেক্ষ সংবাদ দিচ্ছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।

রোববার বিকেলে তেজগাঁওতে ইনডিপেনডেন্টের ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

২০১১ সালের ২৮ জুলাই যাত্রা শুরু করে দেশের ৮ম স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন। দেখতে দেখতে ১৩ বছর পার করলো দর্শক নন্দিত বেসরকারি নিউজ চ্যানেলটি।

বর্ষপূর্তি উপলক্ষে টেলিভিশন ভবনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। খোঁজ নেন সার্বিক পরিস্থিতির। পরে কেক কেটে ১৩ বছর পূর্তির উদ্বোধন করেন। প্রতিটি সংবাদ যাচাই করে পরিবেশন করায় তিনি ধন্যবাদ জানান ইনডিপেনডেন্ট পরিবারকে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ‘অন্য টেলিভিশনরা একটু হয়তো চিন্তা করতেছিল আমরা এটা করবো কি করবো না, বা ব্যালেন্সিং করা হয়েছে কিন্তু ইনডিপেনডেন্ট কিন্তু ব্যালেন্সিংয়ে যায় নাই। যেটা ভুল, সেটা ভুলই। ভুলটাকে আমাদের নিন্দা জানাতেই হবে এবং সেটা করতে গিয়ে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছি।’

এ সময় টেলিভিশনটির প্রধান নির্বাহী বলেন, দর্শকদের নির্ভুল তথ্য দিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন সব সময় সক্ষমতার প্রমাণ দিচ্ছে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে এবং যখন আমাদের আক্রমণ করবে, আমার দেশকে আক্রমণ করবে তখন আমাদের সম্পাদনার নীতি খুবই সাধারণ যে, যারা নাশকতা করে আমরা তাদের মুখোশ উন্মোচন করবো, যেটা আমরা এখনো করছি, ভবিষ্যতেও করবো।

দর্শকের চাহিদা বিবেচনায় টিভির পাশাপাশি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মকেও শক্তিশালী করা হয়েছে বলে জানান টিভি কর্মকর্তারা।