জিম্বাবুয়ে সিরিজের স্পন্সর আকাশ ডিটিএইচ

Date: February 20, 2020

Source: The Daily Samakal

 

ফেব্রুয়ারির শুরু থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সর নেই। বিসিবির পক্ষ থেকে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্বল্পকালীন স্পন্সর পেয়েছে বিসিবি। ২২ ফেব্রুয়ারি ঢাকা টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ। বেক্সিমকো গ্রুপের স্যাটেলাইট সার্ভিস প্রোভাইডার কোম্পানিটির লোগো থাকবে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০-র এই সিরিজে। গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিপিএলের সপ্তম আসরের টাইটেল স্পন্সর ছিল আকাশ ডিটিএইচ। আর গত ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল ইউনিলিভার।