Date: September 16, 2020
Source: The Daily Bonikbarta
দেশের ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবাদাতা আকাশ ডিটিএইচ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকাশ ফেস্ট। এ ফেস্টে অংশ নিয়ে নতুন ডিটিএইচ সংযোগ নেয়া ক্রেতারা প্রতি সপ্তাহে মোট ২০টি টেলিভিশন (টিভি) পুরস্কার জিতে নিতে পারবেন। চলতি মাসজুড়ে চলবে ফেস্ট।
আকাশ ফেস্টের প্রথম সপ্তাহের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশনসের প্রধান কার্যালয় ও সিলেট রিজিওনাল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
চলতি মাসজুড়ে চলমান আকাশ ফেস্টে অংশগ্রহণের শর্ত হলো যারা চলতি মাসে নতুন আকাশ ডিটিএইচের সংযোগ নেয়ার পর সংযোগটি সক্রিয় এবং সর্বনিম্ন ৩৯৯ বা ২৪৯ টাকা রিচার্জ করবেন তারা এ কুইজে অংশগ্রহণের সুযোগ পাবেন। কুইজে অংশ নিতে এসএমএসের মাধ্যমে পাঠানো নির্দিষ্ট নম্বরে (টোল ফ্রি) মিসড কল দিতে হবে। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি যত দ্রুত প্রশ্নের উত্তর দেবেন তিনি তত বেশি এগিয়ে থাকা বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ সবচেয়ে দ্রুত উত্তর দেয়া ২০ জন সাপ্তাহিক বিজয়ী হতে পারবেন।