দেশেই উৎপাদিত হবে রেমডেসিভি

Date: May 4, 2020

Source: The Daily Observer (Bangla Version)

 

করোনা ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় এন্টিভাইরাল ওষুধ রেমডেসিভির উৎপাদনের অনুমতি পেয়েছে বাংলাদেশের ৬টি কোম্পানি।

ওষুধ প্রশাসন রোববার তাদের এই অনুমতি দেয়।

কোম্পানীগুলো হলো, বেক্সিমকো, বীকন, এসকেএফ (এসকে-এফ), ইনসেপ্টা, স্কয়ার ও হেলথকেয়ার।

চলতি মাসের দ্বিতীয়ার্ধেই রেমডেসিভির পাওয়ার আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারে সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার বিজ্ঞানীরা। অন্যান্য ওষুধের চেয়েও এটির ব্যবহারে সুস্থতার হার ৩০ শতাংশ বেশি।

এছাড়াও, মানবদেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের বৃদ্ধি রুখে দেয়ার মতো ক্ষমতাও ওষুধটির আছে বলে বলা হচ্ছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধ তৈরি করা সংস্থা গিলিড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও'ডেকে সঙ্গে নিয়ে ঔষধটি অনুমোদনের ঘোষণা দেন।

ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।