Date: February 16, 2020
Source: The Daily Inqilab
কক্সবাজারের একটি হেটেলে বেক্সিমকো এলপিজি’র ডিস্টিবিটিউর কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিমকো এলপিজি’র চেয়ারম্যান শায়ান এফ রহমানসহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তারা। কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বেক্সিমকো এলপিজি’র ২২০ জন ডিস্টিবিউটর। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।