ভিশন এম্পোরিয়ামের শোরুমে মিলবে আকাশ ডিটিএইচ

Date: February 24, 2020

Source: The Daily Inqilab

 

ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচ এবং আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ভিশন এম্পোরিয়ামের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় গ্রাহকরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ২১৭টি ভিশন এম্পোরিয়ামের শোরুম থেকে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশ ডিটিএইচের চিফ ফাইনান্সিয়াল অফিসার মো. লুৎফুর রহমান এবং ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার রাহাত জাহান শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ ডিটিএইচের হেড অফ মার্কেটিং অ্যান্ড স্ট্রাটেজিক সেলস মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইনের জেনারেল ম্যানেজার জিয়া হাসান খান ও স্ট্রাটেজিক সেলস’র অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ম্যানেজার সগির আহমেদ রবিন এবং ভিশন এম্পোরিয়ামের হেড অফ অপারেশন মাহমুদুর রহমান খান ও সিনিয়র ম্যানেজার রাসেল আহমেদ।